Thursday, December 26
Shadow

নগ্ন না হলে চড়, উঠতি মডেলের অভিযোগে চাঞ্চল্য

উঠতি মডেলদের জীবনে ফটোশুট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা যে ভয়ঙ্কর অভিজ্ঞতায় রূপ নেবে, তা কল্পনাও করেনি এক কিশোরী। সম্প্রতি কলকাতায় এমনই একটি প্রতারণার ঘটনা সামনে এসেছে। এক উঠতি মডেলের অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্তান টাইমস বাংলা-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফটোশুটের জন্য ৫০ হাজার রুপি অগ্রিম দিয়ে ওই কিশোরী ফটোগ্রাফারের সঙ্গে যোগাযোগ করেন। শুটিংয়ের সময় তাকে নগ্ন হতে বলা হয়। প্রথমে হতভম্ব হয়ে পড়লেও, তাকে চড় মারার হুমকি দেওয়া হয় এবং বাধ্য করা হয় টপলেস ফটোশুট করতে।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী গল্ফ গ্রিন থানায় অভিযোগ করেছেন। তার বয়স এখনো ১৮ হয়নি। অভিযুক্ত ফ্যাশন ফটোগ্রাফার বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানাবেন ওই ফটোগ্রাফার।

অভিযোগকারিণী জানিয়েছেন, শুটিংয়ের সময় তাকে চুলের মুঠি ধরে টানা হয় এবং টপলেস শুট না করলে তার ফটো দেওয়া হবে না বলে জানানো হয়। এর আগে কলকাতার আরেক মডেলও গত অক্টোবর মাসে একই ধরনের অভিযোগ করেছিলেন।

পুলিশ ধারণা করছে, এটি একটি সংঘবদ্ধ চক্র, যারা উঠতি মডেলদের টার্গেট করছে। অভিযোগকারিণীর আইনজীবী সুকান্ত বিশ্বাস জানান, অভিযোগ করার পর থেকে কিশোরীকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। পুলিশের তদন্তে বিষয়টি পরিষ্কার হওয়ার অপেক্ষায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *