Tuesday, January 14
Shadow

করের দুই কোটি ৭০ লাখ টাকা আত্মসাৎ সাব-রেজিস্ট্রারের

স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর ও উৎসে কর খাতের টাকা আত্মসাৎ করা হয়েছে। যোগফলের অভিনব কৌশলে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুই কোটি ৭০ লাখ ১২ হাজার ৯৮২ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়নি। এসব টাকা আত্মসাৎ করেছেন নরসিংদী সদরের সাব-রেজিস্ট্রার নীহার রঞ্জন বিশ্বাস। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান।

নীহার রঞ্জন বিশ্বাস

মামলার এজাহারে অভিযোগ করা হয়, নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনকালে উৎসে কর, স্থানীয় সরকার কর, রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি ফি বাবদ সরকারি রাজস্ব আদায় করা হয়েছে। আদায় করা অর্থ বা পে-অর্ডার দিনভিত্তিক পৃথক রেজিস্ট্রার

মোতাবেক লিপিবদ্ধ করা হয়। তবে প্রকৃত আদায় করা পে-অর্ডারগুলোর অর্থ ব্যাংকে পরিমাণে কম জমা দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এতে দেখা যায়, দিনশেষে ফি বইয়ে প্রদত্ত যোগফল প্রকৃত যোগফল অপেক্ষা কম। অর্থাৎ সংশ্লিষ্ট ফি বইয়ে কৌশলে যোগফল কম দেখিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রকৃত আদায়ের যোগফল অপেক্ষা কৌশলে যোগফল কম দেখিয়ে ১১ মাসে দুই কোটি ৭০ লাখ ১২ হাজার ৯৮২ টাকা আত্মসাৎ করা হয়েছে।

নরসিংদী সদর সেই সময়ের সাব-রেজিস্ট্রার নীহার রঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে দলিল নিবন্ধন সম্পাদনকালে ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত সংগৃহীত স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর ও উৎসে কর খাতের টাকা আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ মার্চ অভিযান পরিচালনা করে দুদকের একটি দল। উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ও উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের সমন্বয়ে একটি টিম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই কার্যালয়ে অভিযান পরিচালনা করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *