Friday, December 6
Shadow

বিয়ের পিঁড়িতে প্রিয়ন্তী উর্বী

তরুণ মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। ২০১৯ সালে একটি তেলের বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। বর্তমানে নিয়মিত নাটক ও সিরিজে অভিনয় করছেন। সাবলীল অভিনয়ে এখন তিনি পর্দার প্রিয় মুখ।


নতুন খবর হলো বিয়ে করছেন উর্বী। তবে এখনই পাত্রের নাম-পরিচয় বললেন না। শুধু জানালেন, ছেলে দেশের একটি সংবাদপত্রের বিপণন বিভাগের কর্মকর্তা। উর্বী গণমাধ্যমকে জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব; পরে বিয়ের প্রস্তাব।
এ বছরই পারিবারিকভাবে বিয়ে সারবেন উর্বী। বিয়ের কেনাকাটাও করছেন।

বিয়ের প্রস্তাবের সেই গল্পটাও শোনালেন প্রিয়ন্তী উর্বী। চলতি বছরে জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল।
বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন। সিনেম্যাটিক স্টাইলে নায়িকাকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। সেই বন্ধুর সেন্স অব হিউমারের অনুরাগী ছিলেন উর্বী।

এরপর আর ব্যাপারটা দুজনের মধ্যে আটকে থাকেনি; পারিবারিকভাবে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। এখন শুধু বিয়ের দিনক্ষণ ঘোষণার বাকি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *