Site icon আজকের কাগজ

দাখিল পরীক্ষার ফলাফলে নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে কালিকাপুর আলিম মাদ্রাসা


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর আলিম মাদ্রাসা আবারও তাদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির মোট ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাস পেয়েছেন ২ জন, সাধারণ এ-প্লাস পেয়েছেন ১২ জন এবং এ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন ১৮ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় সাফল্যের শীর্ষে মাদ্রাসাটির পাসের হার ৯৬.৭৭ শতাংশ।
এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষক ও কর্মচারীদের প্রশংসায় ভাসাচ্ছেন অভিভাবকরা।
মাদ্রাসার অধ্যক্ষ ড. মামুনুর রশিদ বলেন, “আমাদের প্রতিষ্ঠানে পাঠদানে বিশেষ যত্ন নেওয়া হয়। শিক্ষার্থীরা ফলাফলে ভালো করছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবো।”
এ প্রসঙ্গে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ বলেন, “এমন সফলতার পেছনে শিক্ষকদের নিষ্ঠা ও আন্তরিকতা কাজ করেছে। ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
উল্লেখ্য, বর্তমানে কালিকাপুর আলিম মাদ্রাসায় শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ৩৪ জন। সাফল্যের এই ধারা অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জেলার শিক্ষায় নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

Exit mobile version