Site icon আজকের কাগজ

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

এইচএসসি

বন্যা, সহিংসতা ও দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত পরীক্ষাগুলো নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে।

নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো:

১২ আগস্ট (সকাল ১০টা):

১৪ আগস্ট (সকাল ১০টা):

১৪ আগস্ট (বিকেল ২টা):

১৭ আগস্ট (সকাল ১০টা):

১৯ আগস্ট (সকাল ১০টা):

প্রকৌশল অঙ্কনের পরীক্ষা শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষকে ওই দিন সকাল ৯টার মধ্যে বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

Exit mobile version