Site icon আজকের কাগজ

চিরিরবন্দরে র‌্যাবের হাতে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা আটক

গ্রেফতার arrest

মোঃ আব্দুস সালাম, চিরিরবন্দর দিনাজপুর : দিনাজপুরের চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকে র‌্যাব ১৩ এর সিপিসি ২ টহলদল আটক করেছে।

 র‌্যাব সুত্র জানায়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ১৯ জুলাই শনিবার দিবাগত রাত ১১ টায় সিপিসি-২, নীলফামারী র‌্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের রংপুর থেকে ৫০ কিলোমিটার ধাওয়া করে এনে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রানীবন্দর বালাপাড়া ও নশরতপুর গ্রামস্থ উদ্দীপন এনজিও এর সামনে বালাপাড়া টু রানীরবন্দরগামী কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে উপজেলা যুবলীগ নেতা মোঃ মাহফুজুর রহমান (২৬) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ০১ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজীপার প্যাকেটে ভিতর ২ শত পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি পুরাতন মোবাইল ফোন এবং নগদ ৩ শত ষাট টাকা এবং অপর সহযোগি ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সুমন (২৫) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটে থাকা ০১ টি নীল রংয়ের বায়ুরোধক পলিজীপার প্যাকেটে ভীতর ২ শত ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোনসহ সর্বমোট ৪ শত ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত মাদকব্যবসায়ীদের চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত হলো-আব্দুলপুর ইউনিয়নের আন্ধারমূহা গ্রামের শাহাপাড়ার সাবেক ইউপি সদস্য নুরুল আমিনের ছেলে উপজেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান (২৬) ও সাতনালা ইউনিয়নের ফুলুপাড়ার নজরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান সুমন (২৫)। এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুস সামাদ বাদি হয়ে চিরিরবন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।

Exit mobile version