Site icon আজকের কাগজ

পাইকগাছায় উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : জুলাই -আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় পাইকগাছায় উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্র দলের উদ্যোগে আলোচনা ও দোয়া মিলাদ ‌মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বরজিত ঘোষ দেবেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. জিএম এস্কান্দার, প্রভাষক মনিরুজ্জামান, হারুণ অর রশিদ। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মামুন ও জনির সঞ্চালনায় বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক মোস্তফা খালিদ, সদস্য মতিন জোয়াদ্দার, কপিলমুনি কলেজ সভাপতি হাবিবুল্লাহ খান মাসুম, হাবিবুর পাড়, সাদ্দাম হোসেন, তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের দিদারুল ইসলাম, শেখ সুমন হোসেন, ছাত্র নেতা মারুফ, দিপংকর শিকদার, নাহিদ, নাজমুল, ইকবাল হোসেন, রাজিব হোসেন, শাহরুল ইসলাম, রুমি, স্বাধীন, রসুল, মুস্তাফিজুর, আজিম খাঁ, রাজু সানা, বাকুবিল্লাহ, নাইম সরদার, নাহিদুল রহমান মুন্না, ইয়াসিন, আঃ রহমান, মুহাদ্দিন সহ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের শতাধিক  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাও. আবু মুছা।

Exit mobile version