Site icon আজকের কাগজ

পাইকগাছায় পানির বন্দি মানুষের পাশে ডা. আব্দুল মজিদ 

পানির বন্দি মানুষের পাশে ডা. আব্দুল মজিদ 

পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা : পাইকগাছায় অতি বর্ষণে সৃষ্ট বন্যায় পানি বন্দী, জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা- ৬ (পাইকগাছা – কয়ারা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা: মো: আব্দুল মজিদ। মঙ্গলবার সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিরাশি, শ্যামনগর, বারুইডাঙা এলাকায় ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত মানুষের কথা শোনেন। পরিদর্শন কালে ডা: মো: মজিদ  বলেন  তিনি মনোনয়ন পেয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারলে এবং বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দীর্ঘমেয়াদী ড্রেনেজ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনা পরিকল্পনাকে প্রথম অগ্রাধিকার দেয়া হবে। এসময় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা কৃষ্ণপদ মন্ডল, বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, সুজায়েত হোসেন, প্রধান শিক্ষক বিশাখা রানী মন্ডল, মেম্বার বদরুল আলম, ফসিয়ার রহমান , লোকমান, অমিত হাসান, রাজ্জাক, আফজাল হোসেন  প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনার উপকূলবর্তী উপজেলা পাইকগাছায় কয়েক দিনের টানা ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর। অল্প সময়ের প্রবল বর্ষণেই জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। কৃষি, মৎস্য ও নার্সারি খাতে দেখা দিয়েছে কোটি টাকার ক্ষতির আশঙ্কা। এমন সময় বিএনপির এ প্লাবিত ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেয়ায় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Exit mobile version