অসাধারণ সাফল্যের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মেহনাজ পারভিন আমেরিকার দুইটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডিংসহ মাস্টার্স প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তিনি পূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসিসিপি থেকে সমাজবিজ্ঞান (Sociology) বিষয়ে মাস্টার্স করার জন্য ।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে মেহনাজ বলেন, ‘আমি যেহেতু ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই এই পথটা আমার জন্য সহজ ছিল না। অনেকেই মনে করে ইসলামিক স্টাডিজ থেকে আমেরিকার ফুল ফান্ডিং পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রায় এক বছর ধরে নিরলস চেষ্টা করে শেষমেশ সফল হয়েছি। আমি চাই অন্যরাও চেষ্টা করুক, কারণ আমাদের ডিপার্টমেন্টেও অনেক ভালো কোর্স আছে,সেসকল বিষয়ে বিদেশী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা প্রায়ই একটি ভুল ধারণার মধ্যে থাকেন—এ বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ সীমিত।’
মেহনাজ পারভিনের এই সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম। ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উদ্যম সৃষ্টি করবে বলে তার এই যাত্রা, আশা মেহনাজ পারভিনের। এই অর্জন দ্বারা প্রমানিত হয় যে, চেষ্টাই সফলতার চাবিকাঠি।