Site icon আজকের কাগজ

শ্রীবরদীতে কলেজ শিক্ষার্থীর মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

মোটরসাইকেল চাপায় পথচারী নিহত

রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। ১২ জুলাই শনিবার বিকেলে শ্রীবরদী পৌরসভার কলেজ রোড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী ওই কৃষকের নাম মো. আব্দুল জুব্বার (৬৭)। সে পৌর এলাকার চককাউরিয়া এলাকার মৃত ইদু শেখের ছেলে। সে চার ছেলে ও এক মেয়ের জনক। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাঁচ বন্ধু ঘুরতে আসেন শেরপুরের গাড়ো পাহাড়ে। পাহাড় থেকে ঘুরে বাড়ি ফেরার সময় তারা দুই মোটরসাইকেলে করে যাওয়ার পথে শ্রীবরদী পৌর শহরের কলেজ রোডে পৌঁছার পরেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আব্দুল জুব্বারকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ওই মোটরসাইকেল চালকের নাম মো. সোহানুর জামান লিখন (১৭)। সে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি কলেজ পাড়া এলাকার মনিরুজামান মনিরের ছেলে। পরে পুলিশ মোটরসাইকেল চালক লিখনকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে উত্তেজিত জনতা বাকি এক মোটরসাইকেলের চালক ও তিন আরোহী সহ মোট চারজনকে আটক করে রাখে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়াও গাড়ির চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ বর্তমানে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Exit mobile version