Site icon আজকের কাগজ

আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ, যেভাবে জানতে পারবে ফলাফল

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

গত বছরগুলোর মতো এবার আর কেন্দ্রীয়ভাবে একযোগে ফল প্রকাশ করা হচ্ছে না। পরিবর্তে প্রত্যেক শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইট ও নির্ধারিত মাধ্যমের মাধ্যমে ফল প্রকাশ করবে।

ফল প্রকাশ করবে—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। পাশাপাশি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকেও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

ফলাফল পাওয়া যাবে আজ বেলা ২টায়। শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে তিনটি উপায়ে—
১. বোর্ডগুলোর ওয়েবসাইটে,
২. নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে/পরীক্ষাকেন্দ্রে,
৩. এসএমএস-এর মাধ্যমে মোবাইলে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল, এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে রয়েছে নিয়মিত ও অনিয়মিত—দুই ধরনের পরীক্ষার্থীই। তবে গত বছরের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম অংশ নিয়েছে।

কীভাবে ফল জানা যাবে?

শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড সূত্র জানিয়েছে, দুপুর ২টার পর থেকে অনলাইন ও এসএমএস—উভয় মাধ্যমেই ফল জানা যাবে।

এসএসসি পরীক্ষার্থীদের জন্য—

দাখিল (মাদ্রাসা) পরীক্ষার্থীদের জন্য—

প্রতিষ্ঠানের ফল জানতে চাইলে—

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানরা যেতে পারবেন:
https://eboardresults.com/v2/home

ফল প্রকাশের পরপরই সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষের নির্ধারিত ওয়েবসাইট থেকে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানরা ফল সংগ্রহ করবেন এবং শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

Exit mobile version