Site icon আজকের কাগজ

Ignite Bangladesh’ ক্যাম্পেইন: ভবদহ মহাবিদ্যালয়ে আধ্যাত্মিক জাগরণ ও রোগমুক্তির বিশাল সমাবেশ!

ক্যাম্পেইন

নোয়াপাড়া, যশোর: যশোরের ভবদহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে আগামী ১১ই জুলাই, ২০২৫, শুক্রবার এক বিশাল আধ্যাত্মিক সম্মেলন ‘Ignite Bangladesh’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ১টা থেকে শুরু হতে যাওয়া এই মহতী আয়োজনে আধ্যাত্মিক জাগরণ, রোগমুক্তি এবং মানসিক ও আত্মিক শান্তির বার্তা নিয়ে আসছেন বিশ্বখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্বরা। এই ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হলো: “For Zion’s sake I will not hold my peace, and for Jerusalem’s sake I will not rest, until the righteousness thereof go forth as brightness, and the salvation thereof as a lamp that burneth.” – Isaiah 62:1 (KJV)

আয়োজনে কারা থাকছেন: এই ‘হিলিং ক্রুসেড’ বা ‘Ignite Bangladesh’ ক্যাম্পেইনের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন তিনজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রচারক ও আধ্যাত্মিক নেতা:  * সম্মানিত পাস্টর বিট্রিস বেনসন (Esteemed Pastor Beatrice Benson): তিনি ক্রাইস্ট এমব্যাসি, বাংলাদেশের পাস্টর হিসেবে সুপরিচিত।

 * সম্মানিত পাস্টর ইয়েমি আকিনউনুমি (Esteemed Pastor Yemi Akinwunmi): তিনি লাভওয়ার্ল্ড টেলিভিশন, লাভওয়ার্ল্ড র‍্যাপসডি এবং লাভওয়ার্ল্ড মিউজিকের একজন পরিচালক।

 * বিশপ ইমানুয়েল আয়োম্পে (Bishop Emmanuel Ayompe): তার আধ্যাত্মিক দিকনির্দেশনা ও প্রার্থনা এই আয়োজনকে আরও মহিমান্বিত করবে।

২০০০ মানুষের জন্য আরোগ্য ও সেবা: আয়োজকরা জানিয়েছেন, এই অনুষ্ঠানে প্রায় ২০০০ (দুই হাজার) লোকের সমাগম হবে। যারা বিভিন্ন কঠিন ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তাদের জন্য প্রার্থনা বা মোনাজাতের মাধ্যমে বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকবে। আশা করা হচ্ছে, এই আধ্যাত্মিক আয়োজনের মাধ্যমে অসুস্থ ব্যক্তিরা কেবল শারীরিক নিরাময়ই নয়, মানসিক ও আত্মিক শান্তিও লাভ করবেন।

বিনামূল্যে লটারি ও আকর্ষণীয় পুরস্কারের ছড়াছড়ি: ‘Ignite Bangladesh’ ক্যাম্পেইনে আগত প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য থাকছে বিনামূল্যে লটারির ব্যবস্থা! সৌভাগ্যবান বিজয়ীরা পাবেন নজরকাড়া সব পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি অত্যাধুনিক ২৪ ইঞ্চি স্মার্ট টিভি, আর দ্বিতীয় পুরস্কারে থাকছে একটি ব্র্যান্ড নিউ বাইসাইকেল! এছাড়াও অসংখ্য অন্যান্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দ যোগ করবে।

নিরাপত্তা ও অন্যান্য নির্দেশনা: অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হয়েছে। আগতদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।

 * প্রত্যেককে প্রবেশ গেটে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে হবে।

 * ‘হিলিং ক্রুসেড’ চলাকালীন কোনো বিষয়ে কথা বলা বা বিতর্ক করা যাবে না।

 * ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ।

 * প্রবেশপথে ব্যাগ ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করা হবে।

 * শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

 * কোনো প্রকার অস্ত্র বা বিপজ্জনক জিনিস আনা যাবে না।

এই ইভেন্ট সম্পর্কে আরও তথ্যের জন্য +880 1795 603015 এবং +880 1782 585087 নম্বরে যোগাযোগ করা যাবে। ভবদহ মহাবিদ্যালয়ে এই ‘Ignite Bangladesh’ ক্যাম্পেইন এক নতুন আধ্যাত্মিক জাগরণ আনবে এবং অসুস্থ মানুষের জীবনে আশার আলো জ্বালাবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।

Exit mobile version