Site icon আজকের কাগজ

মান্দায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার এর পক্ষ থেকে  ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

ইউএনওকে বিদায়ী সংবর্ধনা


মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার এর পক্ষ থেকে  ইউএনওকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জাতীয় দৈনিক নয়া দিগন্ত মাল্টিমিডিয়ার সাংবাদিক  শাফিউল ইসলাম রকি’র সঞ্চালনায় ও চককামদেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ১৪ নং বিষ্ণপুর ইউপি চেয়ারম্যান এস.এম গোলাম আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক  লিয়াকত আলী সরদার,ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উপদেষ্টা  আজিবর রহমান মৃধা,সাধারণ  সম্পাদক  আবুল কালাম আজাদ,বিষ্ণপুর ইউপি জামায়াতের আমীর সামছুদ্দীন মন্ডল,তেঁতুলিয়া ধনী বিবি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়নাল হক প্রমূখ।

Exit mobile version