Site icon আজকের কাগজ

সাবেক উপদেষ্টা ও দুই মন্ত্রীকে গ্রেফতার দেখিয়ে জুলাই-আগস্ট আন্দোলনের মামলা

সালমান এফ রহমান এবং আনিসুল হক

জুলাই-আগস্টের রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক উপদেষ্টা ও মন্ত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে আদালত।

মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হক এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

এ ছাড়া কাফরুল থানায় করা একটি হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, সরকার পতনের দাবিতে গত বছরের ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় সংলগ্ন ময়ূর ভিলার সামনে ছাত্র ও সাধারণ জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মো. সোহেল রানা (৩৮)।

অভিযোগে বলা হয়, সেদিন আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠে গত ১১ জুন তিনি মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

অন্যদিকে, কাফরুল থানার হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই বিকালে কাফরুলে বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম।

তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজন ব্যবসায়ী আহসান হাবীব ২৩ ডিসেম্বর রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version