Site icon আজকের কাগজ

ভালোবাসি বাবা 

আব্দুস সাত্তার সুমন 

বাবা কথা বলে না যে!

আমার সাথে আড়ি?

রাগ করে কি বসে আছো 

আসছো না যে বাড়ি?

তুমি এলে খাবার খাব 

যাব ফুলের বাকে,

তোমায় ভালোবাসি বাবা 

বলছি আমি মাকে।

চলে গেছে অনেকদিন হল

সারা তুমি দাওনা?

আব্বু বলে মাথায় হাতটি 

পরশ বুলায় যাওনা।

মান অভিমান অনেক তোমার 

তোমার কথা মানবো, 

পড়ালেখা ঠিক রাখিব 

ভালো রেজাল্ট আনবো।

মাটির ঘরে চলে গেলে

আর কি তুমি আসবে?

তোমার মতন আর কি আমায়

কেউ কি ভালোবাসবে? 

Exit mobile version