Site icon আজকের কাগজ

যুদ্ধাহত বাবা

 অপু বড়ুয়া

দেশের ডাকে আমার বাবা

যুদ্ধে ছুটে যান

রণাঙ্গণে বীরের মত

চালান মেশিনগান।

শান্ত সরল আমার বাবা

নিরীহ চুপচাপ

সেই বাবাটা দেশের ডাকে

যুদ্ধে দিলেন ঝাঁপ।

দেন উড়িয়ে বাবা আমার

শত্রুসেনার ঘাঁটি

কিন্তু বাবা জিতেও শেষে

হারালেন পা দুটি।

মুক্তিসেনা বাবা আমার

ছিনিয়ে এনে জয়

যুদ্ধাহত মুক্তিসেনার 

পেলেন পরিচয়।

বাবা এখন শুয়ে শুয়েই

কাটান বারো মাস

কেউ লেখেনি আমার বাবার

যুদ্ধ ইতিহাস।

Exit mobile version