Site icon আজকের কাগজ

নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক সম্মেলন

সম্মেলন


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় চর্যাপদের অন্যতম কবি কাহ্নপার নামে প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদানসহ দুই দিনব্যাপী লেখক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ ও ১৮ জুলাই।
শিল্প- সাহিত্য বিষয়ক স্থানীয় সংগঠন  নওগাঁ সাহিত্য পরিষদ ৪র্থ বারের মত এর আয়োজন করতে যাচ্ছে।  
বুধবার রাতে মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে সংগঠনের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।
এসময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি ও গল্পকার হাবিব রতনের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বরেন্দ্র ফরিদ, বরেন্দ্র রেডিওর সিইও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক,সংগঠনের সাধারণ সম্পাদক গল্পকার ও চর্যাপদ গবেষক আশরাফুল নয়ন,কবি ও  সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘সলক’ সম্পাদক অনিন্দ্য তুহিন,
কবি ও  সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘রুপন্তর’ সম্পাদক রবিউল মাহমুদ, শিশু- কিশোর বিষয়ক কাগজ ‘পুস্প কেতন’ সম্পাদক খোরশেদ আলম রাজু, প্রজন্মের আলো পত্রিকার বার্তা সম্পাদক আবু রেজা, কবি রিমন মোরশেদ, আমিনা দেবনাথ প্রমূখ।
আগামী ১৭ ও ১৮ জুলাই নওগাঁয় অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে নওগাঁ জেলার ১১ উপজেলাসহ সারাদেশ হতে শতাধীক কবি- সাহিত্যিক অংশ গ্রহন করবেন।
সম্মেলনে জুড়িবোর্ড নির্বাচিত একজন কবি, একজন কথাসাহিত্যিক ও একজন ছোটকাগজ সম্পাদকসহ মোট তিনজনকে  ‘কাহ্নপা সাহিত্য পদক’ প্রদান করা হবে।
পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য থাকবে নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার, পদক, সম্মাননাপত্র ও উত্তরীয়।
উল্লেখ্য নওগাঁ সাহিত্য পরিষদ প্রদত্ত ‘কাহ্নপা সাহিত্য পদক ২০২৪’ পেয়েছেন কবিতায় দেশ বরেণ্য কবি আমিনুল ইসলাম ও সাহিত্যের জনপ্রিয় ছোটকাগজ ‘দাগ’ সম্পাদনায় কবি মিজানুর রহমান বেলাল।
জুড়িবোর্ডে নির্বাচিত ‘কাহ্নপা সাহিত্য পদক-২০২৫  কবি- সাহিত্যিকের নাম সম্মেলনের একসপ্তাহ পূর্বে  সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

FacebookMastodonEmailShare
Exit mobile version