২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৩৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়।
আগামী ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষার্থীরা সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময় নিয়ে অংশ নেবে। সকাল ১০টা এবং বিকেল ২টায় পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে ট্রেজারিতে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করতে হবে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির উপস্থিতিতে। প্রশ্নপত্র থাকবে সিকিউ ও এমসিকিউ দুই সেটে এবং নির্ধারিত তারিখ অনুযায়ী নিরাপত্তা খামে সিলমোহর করতে হবে। ভুল বা গাফিলতি হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করা হবে।
কেন্দ্রীয় নির্দেশনা:
- প্রশ্নপত্র শুধুমাত্র ট্রেজারি থেকে পুলিশ ও ট্যাগ অফিসারের প্রহরায় কেন্দ্রে পৌঁছাবে
- বোর্ড প্রদত্ত এসএমএস অনুযায়ী প্রশ্নপত্রের সেট খুলতে হবে
- পরীক্ষার দিন সকালেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে
- পরীক্ষার হলে শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ব্যবহার করতে পারবেন, তাও ছবি তোলা যাবে না এমন ফোন
- প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক এবং প্রতিটি কক্ষে অন্তত দুইজন পরিদর্শক থাকতে হবে
- পরীক্ষার হলে ৩ ফুট দূরত্বে বসার ব্যবস্থা রাখতে হবে
- পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাইরে জটলা এড়াতে হ্যান্ড মাইক বা প্রয়োজনে সিসি ক্যামেরা ব্যবহারের নির্দেশ রয়েছে
বোর্ড থেকে সরবরাহকৃত নকলবিরোধী পোস্টার দৃশ্যমান স্থানে লাগাতে হবে। প্রবেশপত্রে ভুল থাকলে ৪ কর্মদিবসের মধ্যে তা সংশোধন করতে হবে। পরীক্ষার হলে শুধুমাত্র কাঁটাযুক্ত এনালগ ঘড়ি ব্যবহার করা যাবে। বর্ষাকাল মাথায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে স্থানীয় বিদ্যুৎ অফিসকে চিঠি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রত্যেক বিষয়ের উত্তরপত্র আলাদা প্যাকেটে ৫০টি করে করোগেটেড শিটে রাখতে হবে। ওএমআর সিট আলাদাভাবে বোর্ডে পাঠাতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থার নির্দেশও রয়েছে।
এইচএসসি পরীক্ষার সময়ে কেন্দ্রগুলোতে ক্লাস বন্ধ থাকবে, তবে অন্যান্য দিনে ক্লাস নেওয়া যাবে। পরীক্ষার প্রথম অংশ এমসিকিউ শেষ না হলে সিকিউ প্রশ্ন দেওয়া যাবে না—এমন নির্দেশনাও রয়েছে।
বোর্ড কর্তৃপক্ষ আশা করছে, এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন হলে এবারের এইচএসসি পরীক্ষা হবে শতভাগ নকলমুক্ত ও সুষ্ঠু।