Site icon আজকের কাগজ

জাহানাবাদ ক্যান্টনমেন্টে প্রাণরক্ষায় খালেক-সাইফুলসহ ছিলো যারা

জাহানাবাদ ক্যান্টনমেন্টে


এম এন আলী শিপলু, খুলনা : ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণরক্ষায় বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দওয়া রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (২২ মে) দিনগত রাতে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বিবিধ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু)সহ সর্বমোট ৬২৬ জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল।


আইএসপিআর এর পাঠানো তালিকা অনুসারে খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন খুলনা, যশােরাসহ আশপাশের একাধিক রাজনৈতিক ব্যক্তি।


তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
তালিকার ৮৭ নাম্বারে আছেন তৎকালীন খুলনা সিটির মেয়র তালুকদার আব্দুল খালেক, তারপরের নাম্বারে তার সহধর্মিনী সাবেক উপমন্ত্রী বাগেরহাট-৪ আসনের এমপি হাবিবুননাহার। তালিকায় আছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাহমুদ হোসেন, প্রো-ভিসি মোসা. হোসনে আরা, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এড. মো. সাইফুল ইসলাম, কেসিসির সাবেক প্যানেল মেয়র ও সাবেক সেনাপ্রধানের আপন বড়ভাই এস এম রফিউদ্দিন আহমেদ।


এছাড়া তালিকায় যশােরের তৎকালীন ডিসি, এসপি, ইউএনওসহ একাধিক সরকারি কর্মকর্তা, সাবেক এমপি নাবিলসহ ও তাদের এপিএসরা রয়েছেন।

Exit mobile version