পাইকগাছা: পাইকগাছা থানা পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকলীগনেতা সহ নিয়মিত ও পরোয়ানা ভুক্ত মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তদন্ত অফিসার মো. ইদ্রিসুর রহমানের নেতৃত্বে এক দল চৌকস পুলিশ সদস্য পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২২.০৮.২৪ তারিখে পাইকগাছা থানার ০৬ মামলার সন্ধিগ্ধ আসামি কপিলমুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজর আলী গাজী (৫৫), নোয়াকাটি গ্রামের মো. আব্দুল কাদের গাজী (২৮), ২৩.০৯.২৪ তারিখে ১৬ নং মামলার সন্ধিগ্ধ আসামি শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সরল গ্রামের জাকির গাজী (৪৫), উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক শিববাটি গ্রামের আনোয়ারুল ইসলাম (আনারুল) (৪৩) এবং দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সোনাদানা ভেকটমারীর জাকির গাজী কে আটক করা হয়। সকল কে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত ওসি মো. ইদ্রিসুর রহমান।
পাইকগাছা থানা পুলিশের অভিযানে শ্রমিকলীগ নেতা সহ গ্রেফতার ৫
