Site icon আজকের কাগজ

পুতুলবাজির খেলা 

আসাদুজ্জামান খান মুকুল 

রক্তিম রবি স্তিমিত যখন

আবিরের আভা মেখে,

দেখি ক্রমে ক্রম আঁধার রজনী

ধরণী দিয়েছে ঢেকে।

প্রভাতের রবি দিয়েছিল উঁকি 

যবে জীবনের পর,

কলরোল কল কোলাহলে মাতি

বাঁধতে সুখের ঘর।

শূন্যের ঘড়া পূর্ণ্যের তরে

সর্বদা রত থাকি,

ভাবিনি তো কভু সোনালী আলোক

তমসায় দিবে ঢাকি।

জীবনযুদ্ধে করেছি লড়াই 

উন্নত রেখে শির,

আজিকে আমার ত্রাসে কাঁপে বুক

ছাড়তে হবে যে নীড়!

আলোর ভুবনে বিমোহিত হয়ে 

খেলেছি রঙের খেলা,

পুতুলবাজির খেলায় কেবল 

ফুরায় দিবস বেলা।

Exit mobile version