Site icon আজকের কাগজ

সন্তানের পড়া সহজে মুখস্ত করাতে ব্যবহার করুন এই পদ্ধতি

পড়া সহজে মুখস্ত করাতে এই পদ্ধতি

জামাল হোসেন

আপনার সন্তান কি পড়া মনে রাখতে পারছেনা ? ছোটবেলা এই সমস্যায় কি আপনিও ভুগতেন ? অথচ ছোট বেলায় দাদা-দাদুর মুখে শোনা গল্পগুলো সব মনে আছে। এমনটা কেন হচ্ছে ? আপনার সন্তানও কি আপনার মতোই মনে মনে তার পড়া পড়তে অভ্যস্ত ? তাহলে আপনার সন্তানকে আজ থেকে জোরে শব্দ করে পড়তে বলুন। কারণ, সদ্য প্রকাশিত এক গবেষণার রিপোর্ট অনুযায়ী বিজ্ঞানীরা বলছেন যে, মনে মনে পড়ার থেকে জোরে উচ্চারণ করে পড়লে পড়া বেশি মনে থাকে ।

এই গবেষণার জন্য ৭৫ জন ছাত্রকে বেছেনেন গবেষকরা। তারা ছাত্রদের ১৬০ টি শব্দ জোরে উচ্চারণ করে পড়তে বলেন এবং সাথে সাথে তা রেকর্ড করা হয়। এরপর তাদেরকে শব্দগুলো মনে মনে পড়তে বলা হয়।

পড়ার পর ছাত্রদের কিছু শব্দ জিজ্ঞেস করে দেখা হয় তারা শব্দগুলো কতটা মনে রাখতে পেরেছে । দেখা গেছে যে, ৭৭ শতাংশ ক্ষেত্রেই ছত্ররা  সেই শব্দগুলোই মনে রাখতে পেরেছে যেগুলো তারা উচ্চারণ করে পড়েছে ।

 গবেষকরা দাবি করেন যে, জোরে পড়লে এবং নিজের কানেতা শুনলে আমাদের মস্তিষ্ক সহজে সেই বিষয় মনে রাখতে পারে । তাই পরীক্ষার সময় মনে মনে না পড়ে উচ্চারণ করে পড়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।

Exit mobile version