Site icon আজকের কাগজ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ ভাংচুর,আগুন, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ ভাংচুর,আগুন, ককটেল বিস্ফোরণ


এস.এম রহমান দুলাল, কুমিল্লা : কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পর পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষিপ্ত পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

এদিকে গতকাল শুক্রবার (১৬ মে) কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটির পদপ্রাপ্তরা আনন্দ মিছিল করেন। এরপর পদবঞ্চিতরা ওইসব কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

অপরদিকে আজ শনিবার (১৭ মে) সন্ধ্যার পর পদবঞ্চিত নেতাকর্মীরা পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। তাঁরা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় বিএনপি দক্ষিণ জেলা ও মহানগর অফিসের সামনে আসেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিলরত অবস্থায় বিএনপির কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ ঘটানো হয়।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নি সংযোগ করেছে, সেটা আমার জানা নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে যারা আগুন দিয়েছে। তারা ফ্যাসিবাদের দোসর হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি সুক্ষ্ম ভাবে তদন্ত করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাঁদের অভ্যন্তরীণ বিষয়। তারপরও বিষয়টি আমরা তদন্ত করছি। বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version