Site icon আজকের কাগজ

জামালগঞ্জে ছাত্রলীগের নেতা গ্রেফতার

জামালগঞ্জে ছাত্রলীগের নেতা গ্রেফতার

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক  উপ ছাত্র বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান শেরন কে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের চান্দের নগর গ্রামের নিজ বসত বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ভীমখালী ইউনিয়নের চান্দেনগর গ্রামের লাল মিয়ার ছেলে। 

জানাযায়, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে জামালগঞ্জ থানার এসআই পঙ্কজ ঘোষ, এসআই সুপ্রাংশু দে দিলু, এএসআই গোলাম কিবরিয়া, এএসআই সুমন চন্দ্র দেব সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে ফয়জুর রহমান শেরনকে গ্রেপ্তার করা হয়। 

এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে জেলা ছাত্রলীগের উপ ছাত্র বিষয়ক সম্পাদক শেরনকে আটক করা হয়েছে।  গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

Exit mobile version