Site icon আজকের কাগজ

ঢাকায় সাম্য হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের মানববন্ধন 

ঢাকায় সাম্য হত্যার প্রতিবাদে বাউফলে ছাত্রদলের মানববন্ধন

মোঃ জসীম উদ্দিন, বাউফল পটুয়াখালী : পটুয়াখালীর জেলার বাউফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্যর হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবীতে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টার দিকে বাউফল সরকারি কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময়ে বক্তব্য প্রদান করেন আব্দুল্লাহ আল ফাহাদ সাবেক আহ্বায়ক বাউফল পৌর ছাত্রদল। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নিয়াজ খান, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল ইকবাল দুখ মিয়া, সাবেক সদস্য সচিব রিয়াজুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মারজান বিন জাহাঙ্গীর, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক ইশতিয়াক রসুল সোয়েব প্রমূখ।

Exit mobile version