Site icon আজকের কাগজ

নওগাঁয় আওয়ামীলীগের ৩ নেতা-কর্মী গ্রেফতার 

গ্রেফতার arrest

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।১১ মে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাজুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রণাইল গ্রামের উত্তরপাড়ার কফিল উদ্দীন মন্ডলের পুত্র আজিজার রহমান,খাজুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেবীপুর গ্রামের মৃত শফিজ উদ্দীনের পুত্র আব্দুল কাদের সৌখিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য উপজেলা সদরের কায়েস্থপাড়ার আলহাজ্ব ফয়জুল ইসলামের পুত্র গোলাম রসুল শাফি।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version