মোঃ হুমায়ুন কবির খোকন, রাঙ্গাবালী পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রভাবশালীদের ব্যক্তিগত কাজে ব্যবহৃত ভারী যানবাহন—বিশেষ করে এক্সকাভেটর (বুলডোজার)—চলাচলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার গ্রামীণ সড়ক। জনসাধারণের যাতায়াতের একমাত্র ভরসা এই পাকা ও আধা-পাকা রাস্তাগুলো। কিন্তু এখন রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
সম্প্রতি উপজেলার একাধিক স্থানে এমন দৃশ্য চোখে পড়ে, যেখানে এক্সকাভেটর দিয়ে রাস্তা দখল করে গাছপালা কাটা বা মাটি খননের কাজ চালানো হচ্ছে। এতে করে সরু সড়কে সৃষ্টি হয়েছে ধস, ভাঙন ও গর্ত, যা যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মো. খলিল ইসলাম বলেন, “রাস্তা তো বানানো হয়েছে আমাদের যাতায়াতের জন্য। কিন্তু এখন আমরা হেঁটেও চলতে পারছি না। স্কুলে যাওয়া শিশু ও রোগী পরিবহনে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।”
অন্যান্য স্থানীয়রাও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নজরদারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ কেউ মুখে প্রতিক্রিয়া দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে জানান এলাকাবাসী।
এখন এলাকার মানুষ চায়, অবিলম্বে এসব অবৈধ ভারী যন্ত্রপাতির রাস্তা ব্যবহার বন্ধ করে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের উদ্যোগ নেওয়া হোক।