Site icon আজকের কাগজ

লাকসামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

লাকসামে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক


সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম : লাকসামে যৌথ বাহিনীর অভিযানে মো. ইসমাইল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।  গ্রেপ্তারকৃত মো. ইসমাইল হোসেন লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নশরতপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে।

বুধবার (৭ মে) লাকসাম থানা পুলিশ তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাকসামে দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে আগেরদিন মঙ্গলবার সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পৌরসভার নশরতপুরে মাদক কারবারি ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালায়।  সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের তিনি পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করে। এ সময় যৌথ বাহিনী তার ঘরে তল্লাশি চালিয়ে ১৫৩ পিছ ইয়াবা, নগদ ৬৯ হাজার ২৩৫ টাকা এবং একটি স্মার্ট ফোন উদ্ধার করেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির ঘরে তল্লাশী চালিয়ে ১৫৩ পিছ ইয়াবা, নগদ ৬৯ হাজার ২৩৫ টাকা এবং একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাকসাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার (৭ মে) কুমিল্লার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

Exit mobile version