Site icon আজকের কাগজ

চীনে সাইকেলের বাজার চাঙ্গা, বছরে উৎপাদন ১০ কোটি

চীনে সাইকেলের বাজার চাঙ্গা, বছরে উৎপাদন ১০ কোটি

২০২৪ সালে চীনের সাইকেল উৎপাদনে দেখা গেছে স্থিতিশীল প্রবৃদ্ধি। দেশটিতে এক বছরে তৈরি হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৪০ হাজার সাইকেল। এ তথ্য জানালেন চায়না বাইসাইকেল অ্যাসোসিয়েশনের মুখপাত্র চেং সিয়াওলিং।

শাংহাইয়ে অনুষ্ঠিত ৩৩তম চায়না ইন্টারন্যাশনাল বাইসাইকেল ফেয়ারের ফাঁকে চেং জানান, ২০২৪ সালে চীনের বাইসাইকেল রপ্তানি বেড়েছে ২০.৭ শতাংশ, সংখ্যায় যা ৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার। রপ্তানি আয়ের পরিমাণও ৩.৭ শতাংশ বেড়ে হয়েছে ২৬৬ কোটি ডলার।

বিশেষভাবে দৃষ্টি কেড়েছে ইলেকট্রিক সাইকেল। ২০২৪ সালে ই-সাইকেলের রপ্তানি বেড়েছে ১২ শতাংশ বা ৪৬ লাখ ৭০ হাজার ইউনিট। আর্থিক মূল্য ছিল প্রায় ২১০ কোটি ডলার।

শুধু রপ্তানি নয়, চীনের অভ্যন্তরীণ বাজারেও উচ্চমানের স্পোর্টস সাইকেলের চাহিদা বেড়েছে।

Exit mobile version