Site icon আজকের কাগজ

খুলনার পাইক গাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২

খুলনার পাইক গাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২


এম এম আলী শিপলু, খুলনা : খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফিরোজ মোড়ল(২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার (৭ মে) সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন মেইন রোডে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি এফজেড মোটরসাইকেল খুলনা-হ (১৪-০৯৪২) এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে মটরসাইকেল আরোহীসহ অন্যান্যরা মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে মোটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়।

নিহত ফিরোজ খুলনা পাইকগাছার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আর আহত মোটরসাইকেল ড্রাইভার উপজেলার চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজীর ছেলে আরাফাত(২৭) ও বাইসাইকেল চালক উপজেলার হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস(২৫)। আহতদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, সকালে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু খুলনায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

Exit mobile version