ইসমাইল ইমন, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে অবস্থিত স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রাইভেট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি ‘র ভাইস চ্যান্সেলর প্রফেসর নসরুল কদিরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
৭ মে, বুধবার সকাল ১১ টায় জিইসিস্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এর সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।এসময় বিভিন্ন কলেজ ও স্কুল শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন।
মোঃ আব্দুল হক, আহ্বায়ক, চট্টগ্রাম সিটি করপোরেশন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, মকসুদুল ইসলাম, আজাদ হোসেন,আলী হায়দার, ওমর ফারুক, মোঃ কফিল উদ্দিন, পারভিন সুলতানা, জাহেদ ইকবাল ও আক্তার হোসেন প্রমুখ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর নসরুল কদির সৌজন্য সাক্ষাতে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সেই সাথে বিগত সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম, অবৈধদের আধিপত্য বিস্তারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন সহ বিভিন্ন যে অভিযোগ গুলো আসছে সেই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এসময় শিক্ষক ও পেশাজীবী নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানান।