Site icon আজকের কাগজ

চসিক-সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন (চসিক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বাস্তবায়নাধীন হাজার হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (২৭ এপ্রিল) দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়ে এই অনিয়ম চিহ্নিত করে।

অভিযানে দেখা যায়, প্রকল্পের ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) যেভাবে রেলিংয়ের দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছিল, বাস্তবে তা মেলেনি।

দুদক সূত্রে জানা গেছে, নগরীর নালা ও খাল যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রকল্প সংশ্লিষ্ট কিছু কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আংশিক কাগজপত্র জব্দ করা হয়েছে।

এনফোর্সমেন্ট টিম সরেজমিনে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন সংক্রান্ত চলমান কাজ পরিদর্শন করে। এ সময় প্রকল্পের কাগজে উল্লেখিত রেলিংয়ের দৈর্ঘ্যের সঙ্গে বাস্তবের মিল না থাকার পাশাপাশি আরও কিছু অনিয়ম ধরা পড়ে।

দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, নালা ও খালের যথাযথ রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কিছু অনিয়ম পাওয়া গেছে। ডিপিপি অনুযায়ী সঠিক পরিমাণে কাজ হয়নি অনেক ক্ষেত্রে। অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রাথমিক কিছু ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করে কমিশনে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

Exit mobile version