Site icon আজকের কাগজ

ঈদ সামনে রেখে রাজধানীতে ১৯টি কোরবানির পশুর হাট

কোরবানির পশুর হাট

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ঈদ-উল-আজহাকে ঘিরে পাঁচ দিনের জন্য নির্ধারিত হাট স্থাপন

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় এ বছর ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৯টি হাট বসবে। ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনা চলবে।

ইতোমধ্যে দুই সিটি করপোরেশনই হাটের ইজারা চূড়ান্ত করতে দরপত্র আহ্বান করেছে। সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেওয়া হবে। তবে কোনো হাটে কাঙ্ক্ষিত দর পাওয়া না গেলে সেটি আবারো ইজারা দেওয়া হবে বলে জানিয়েছেন দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০টি অস্থায়ী হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হাটগুলোর সরকারি ইজারা মূল্য নিম্নরূপ:

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম বাসসকে বলেন, প্রথম পর্যায়ে দরপত্র বিক্রির শেষ তারিখ ১৫ মে। দ্বিতীয় পর্যায়ে দরপত্র বিক্রি শেষ হবে ২৬ মে। প্রথম পর্যায়ে সরকারি দরের চেয়ে বেশি দর দাখিল হলে দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম পরিচালিত হবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৯টি অস্থায়ী হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করেছে। এর মধ্যে হাটগুলোর ইজারা মূল্য হলো:

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইছার মোহাম্মদ ফারাবি জানান, আফতাবনগর ও মেরাদিয়ায় হাট বসানোর পরিকল্পনা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে এ দুটি স্থানে হাট বসানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে করপোরেশন।

দুই সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দরপত্র গৃহীত হওয়ার ৩ দিনের মধ্যে জামানত ব্যতীত অবশিষ্ট অর্থ, ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট), ১০ শতাংশ আয়কর এবং নির্ধারিত পরিচ্ছন্নতা ফি সিটি করপোরেশনে পরিশোধ করে কার্যাদেশ গ্রহণ করতে হবে।

এ ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট ছাড়াও নিয়মিতভাবে ঢাকা উত্তর সিটিতে গাবতলী পশুর হাট এবং দক্ষিণ সিটিতে সারুলিয়া পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা চলবে।

Exit mobile version