Site icon আজকের কাগজ

খুলনায় ইজিবাইক চালকের হাত ও পা কুপিয়েছে দুর্বৃত্তরা


খুলনা প্রতিনিধিঃ
খুলনা নগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম হয়েছে রাজু (৩২) নামের এক যুবক। শুক্রবার (২ মে) দিনগত রাত সাড়ে ১১ টার দিকে নগরীর টিবি বাউন্ডারি রোডস্থ সুখনগর গলির সামনে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। আহত রাজু পূর্ব বনিয়াখামার এলাকার বাসিন্দা মকবুলের ছেলে। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১ টার দিকে রাজু বাইরের কাজ শেষে বাড়িতে ফিরছিল। টিবি বাউন্ডারি রোড সুখনগর গলির সামনে পৌছালে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের বাম পা এবং বাম হাতে আঘাত করে। স্থানীয়রা আহত যুবকের চিৎকারে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, আহত যুবক একজন ইজিবাইক চালক। বাড়ি ফেরার পথে তার ওপর এ হামলা হয়েছে। তবে কি কারণে তার ওপর এ হামলা তা নিশ্চিত করে জানাতে পারেননি। এ ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

Exit mobile version