Site icon আজকের কাগজ

ঝিনাইগাতীতে অবৈধ ভারতীয় মদসহ দুটি গরু জব্দ

রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর জেলার সীমান্তবর্তী উপজেলা ঝিনাইগাতীতে পৃথক অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৯৭ বোতল মদসহ দুটি গরু জব্দ করেছে তাওয়াকুচা বিওপি।  ২৪ এপ্রিল বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী এলাকা থেকে মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি ভারতীয় গাভী উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল পৃথক অভিযান চালায়। এই অভিযানে ছোট গজনী এলাকা থেকে ভারতীয় ৪৯৭ বোতল মদ এবং খাড়ামুড়া এলাকা থেকে দুটি গরু জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ও গরু চোরাকারবারি পালিয়ে যায়। জব্দকৃত মদের বর্তমান বাজার মুল্য আনুমানিক ৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা এবং দুটি গরুর মুল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার।

Exit mobile version