
চীনে পিএইচডি করছে হিউম্যানয়েড রোবট!
প্রযুক্তি বিশ্বে আবারও নতুন কার তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টোরাল তথা পিএইডডি প্রোগ্রাম। সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা! রীতিমতো ডক্টরাল প্রোগ্রামেই ভর্তি করানো হয়েছে সুয়ে বা-০১ নামের রোবটটিকে। শাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে ওটা।
ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি শাংহাইতে হয়ে যাওয়া ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।
সুয়ে বা০১ এর নির্মাতা লি লিংতু ও তার দল। শাংহাই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং ড্রয়েডআপ নামের একটি কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। রোবটটির নকশা করেছেন শাংহাই থিয়েটার একাডেমির অধ্যাপক ইয়াং ছিংছিং। ‘দেহযুক্ত বুদ্ধিমান কৃত্রিম সত্তা’ বলা হচ্ছে সুয়ে বাকে।
রোবটটির বিকাশ...