
নওগাঁ জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে বিজয়ী হলেন যারা
নওগাঁ প্রতিনিধিঃ দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হলো নওগাঁ জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল। সোমবার (১১ আগস্ট) বিকেলে জেলা সদরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মামুনুর রহমান।ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোট গ্রহণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌর বিএনপি ইউনিটের মোট ১ হাজার ৪১৪ জন কাউন্সিলরের মধ্যে ১ হাজার ৩৬২ জন ভোট দেন।ফলাফলে দেখা যায়, সভাপতি পদে আবু বক্কর সিদ্দি...