‘জ্বীন থ্রি’ দিয়ে সাত বছর পর জাজে ফিরছেন ফারিয়া
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি।
বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তাঁর। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই প্রথম আমার পারফম্যান্স দেখেন। এরপর অনেকবার সিনেমা করার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’
গত বছর ফ...