
চীনের অর্থনীতি নতুন গতি পেল রাতের পর্যটনে
অনেক দেশের মতো চীনেও এখন বইছে তীব্র তাপপ্রবাহ। আর এই খরতাপই জন্ম দিয়েছে এক নতুন পর্যটনে—‘রাতের পর্যটন’। সূর্য ডোবার পর ঘোরাঘুরিতে উৎসাহী হয়ে উঠেছে চীনা ও সেখানে বেড়াতে আসা বিদেশিরা। এতে চীনের গ্রীষ্মকালীন অর্থনীতিতে যোগ হয়েছে নতুন গতি।
হুনান প্রদেশের চাংচিয়াচিয়ের বিখ্যাত থিয়ানমেন পর্বত এখন রাতের বেলায় রঙিন আলোয় ঝকমকে এক দৃশ্যপটে রূপ নিয়েছে। বিখ্যাত ৯৯৯ ধাপের সিঁড়িটি হয়ে উঠেছে রাতের সৌন্দর্যের কেন্দ্র।
মেক্সিকোর পর্যটক মাউরিসিও বলেন, ‘গরম থেকে বাঁচতে বিকেলে এসেছিলাম, কিন্তু রাতে এমন অভাবনীয় দৃশ্য দেখব ভাবিনি।’
পার্ক কর্মকর্তা তিং ইয়ুনচুয়ান জানালেন, গ্রীষ্মের দুপুরে তীব্র রোদের কারণে দর্শনার্থীরা বিকেল গড়িয়ে রওনা হন, কেউ কেউ রাত ৯টা পর্যন্ত থাকেন। তাই সন্ধ্যার জন্য বিশেষ আলো প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
এ বছর গ্রীষ্মকালীন ছুটিতে দিনে প্রায় ২০ হাজার মানুষ ভিড়...