
ভারত-পাকিস্তান সংঘাত: উত্তেজনার নতুন মাত্রা
বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার পর তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় গোলাবর্ষণ হয়। হামলার জবাব দিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
হামলার প্রেক্ষাপট
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর প্রতিশোধ নিতেই ভারত "অপারেশন সিঁদুর" নামে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের দাবি, নয়টি সন্ত্রাসী স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে পাকিস্তান অভিযোগ করেছে, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যাতে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
পাল্...