Tuesday, September 16
Shadow

Tag: ভাঙ্গায় দুই কিশোর নিহতের বিচার দাবীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল

ভাঙ্গায় দুই কিশোর নিহতের বিচার দাবীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল

ভাঙ্গায় দুই কিশোর নিহতের বিচার দাবীতে মানব বন্ধন বিক্ষোভ মিছিল

অপরাধ, ঢাকা, ফরিদপুর, বাংলাদেশ, সংবাদ
মামুনুর রশীদ, ভাঙ্গা ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় কিশোর গ্যাং এর হাতে নিহত ইয়াছিন খালাসি ও রায়হান শেখ হত্যার বিচারের দাবীতে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা বটতলা বাজারে সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউপি চেয়ারম্যানসহ শত নারী ও পুরুষ অংশ গ্রহন করে।নিহত ইয়াসিন খালাসী থানমাত্তা গ্রামের জাহাঙ্গীর খালাসির ছেলে ও রায়হান শেখ একই গ্রামের ফকুর শেখের  ছেলে। গত ১০ মে রাতে ইয়াসিন খালাসী নিহত হয়। একই ঘটনায় রায়হান শেখ ও সাকিল গুরুত আহত হয়। ১২ মে সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান শেখ ।মানব বন্ধন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পূর্ব রাতে বারুদ বাজি ফুটানোর সময় কিশোর গ্যাং সদস্য রিগান শরীফ, নাজমুল শরীফ ওতার বন্ধুদের কথা কাটাকাটির সৃষ্টি হয়। ঘটনাটি  ইয়...