
টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া নারী দল: ফাইনালে মুখোমুখি ব্রাজিল
সোমবার রাতে এক রুদ্ধশ্বাস সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৫-৪ গোলে হারিয়ে নারী কোপা আমেরিকার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
কলম্বিয়ার গোলকিপার ক্যাথেরিন তাপিয়া আর্জেন্টিনার পাউলিনা গ্রামাগ্লিয়া-র শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন, কিন্তু এরপর মায়রা রামিরেজ বল পোস্টে লাগিয়ে মিস করলে আবার আশায় বুক বাঁধে আর্জেন্টিনা।
কলম্বিয়ার ওয়েন্ডি বোনিলা ষষ্ঠ পেনাল্টি সফলভাবে নেটবন্দি করে চাপে ফেলে দেন আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলে-কে। কিন্তু স্টাবিলে বল ক্রসবারে লাগালে আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বেজে যায়।
ম্যাচ শেষে গোলকিপার তাপিয়া বলেন, “আমরা ফাইনালে উঠেছি এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছি — এটাই ছিল আমাদের লক্ষ্য। আমরা ফাইনালের জন্য প্রস্তুত।”
প্রথমার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত শুরু...