
বিরামহীন বৃষ্টি উজানের পানিতে ভাসছে শালিখার ফসলের মাঠ,শতাধিক ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান পানির মধ্যে।
স্বপন বিশ্বাস, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলায় অবিরাম বৃষ্টি ও উজানের পানিতে উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি, পুকুর, মাছের ঘের,রাস্তা ঘাঠ, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থসেবা কেন্দ্র, বসত বাড়ি পানিতে তলিয়ে গেছে। বিস্তৃত ফসলের মাঠ গুলো যেন সাগরের ঢেউ উঠে দোল খাচ্ছে।
এতে ধান, শাকসবজি এ মৌসুমের প্রায় সব ধরনের ফসল ও মাছের মারাত্মক ক্ষতির মুখে । এরপরও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে । ফলে আরও ক্ষতির আশঙ্কায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন উপজেলার হাজার হাজার কৃষক ও মৎস্য চাষীরা ও সাধারন মানুষ।উপজেলার ৯৫ ভাগ আমন ধান লাগানোর কাজ শেষ হয়েে গিয়েছিল । কিছু জমি বাকি থাকলেও বীজতলা তলিয়ে যাওয়ার কারণে আর রোপণ সম্ভব হবে না।
সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, টানা বৃষ্টির কারণে এবং বন্যার পানিতে অনেক জমিতেই ফসলের আর তেমন কোনো চিহ্ন নেই, চারদিকে শুধুই থইথই পানি। মনে ...