জবি প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সাথে শাখা শিবিরের সাক্ষাৎ
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) এর ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্বের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জবি প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় শাখা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জবি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি আশা করবো জবি প্রেসক্লাব সবসময় সত্যকে সত্য বলার সাহস রাখবে। কারো পক্ষে বাড়িয়ে বা কমিয়ে কিছু বলবে না। যা সত্য৷ সাংবাদিকতার মাধ্যমে তাই তুলে ধর...