Tuesday, September 16
Shadow

Tag: চীনের রাডার

চীনের রাডারে বিশ্বের নজর

চীনের রাডারে বিশ্বের নজর

বিদেশের খবর
চীনের হ্যফেই শহরে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড রাডার এক্সপো। আধুনিক রাডার প্রযুক্তি নজর কেড়েছে বিশ্বের। অন্যদিকে চীনের ছিংহাইয়ের সিনিং শহরের চালু হলো চীনের সবচেয়ে বড় উইন্ড প্রোফাইলার রাডার। একদিকে আন্তর্জাতিক মেলায় নতুন সম্ভাবনার প্রদর্শনী; অন্যদিকে বাস্তবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহার করা হচ্ছে রাডার চিত্র—প্রযুক্তিগত অগ্রগতি যে শুধু প্রদর্শনেই সীমাবদ্ধ নেই, সেটাও স্পষ্ট হলো চীনের এই অর্জনে।সামরিক ও বেসামরিক দুই খাতেই ব্যবহৃত হচ্ছে যেসব উচ্চপ্রযুক্তি রাডার—তা এক ছাদের নিচে দেখতে ভিড় করেছেন হাজারো প্রযুক্তিপ্রেমী।চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশনের প্যাভিলিয়নে চোখে পড়েছে হাই-মোবিলিটি, মাল্টিফাংশনাল, এয়ার ডিফেন্স ও অ্যান্টি-মিসাইল সক্ষম রাডার।চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশনের টেকনোলজি ডিপার্টমেন্ট প্রধান লি চি জানালেন, ‘আমরা এখানে চারটি প্রধান থিমে ৪০০টিরও বেশি ইলেকট্রনি...