Tuesday, September 16
Shadow

Tag: চীনা বিজ্ঞানী

সমুদ্রের অতলে নতুন প্রাণচক্রের সন্ধান চীনা বিজ্ঞানীদের

সমুদ্রের অতলে নতুন প্রাণচক্রের সন্ধান চীনা বিজ্ঞানীদের

বিদেশের খবর
সমুদ্রের ১০ হাজার মিটার নিচে পানির অকল্পনীয় চাপের ভেতরও বসেছে প্রাণের অভাবনীয় মেলা। সেই সমাজে যাদের বাস, তারা পায় না সূর্যালোকের দেখা। অন্ধকারাচ্ছন্ন ওই চরম পরিবেশে টিকে থাকতে তাদের বেছে নিতে হয় বিকল্প। চীনের একদল গবেষক তেমনই এক দল সামুদ্রিক প্রাণীর সন্ধান পেলেন, যারা তাদের শক্তির জন্য পুরোপুরি নির্ভর করে রাসায়নিক বিক্রিয়ার ওপর। বুধবার বিজ্ঞান জার্নাল ‘নেচার-এ প্রকাশ হলো এই গবেষণার বিস্তারিত। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের অধীনে থাকা ইনস্টিটিউট অব ডিপ-সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর গবেষকরা চালিয়েছেন এ পরীক্ষা। বিশ্বের গভীরতম বাসিন্দা কেমোসিন্থেটিক গোত্রের যে প্রাণীগুলোর সন্ধান পেলেন গবেষকরা, সেগুলো মূলত ভূতাত্ত্বিক তরলে মিশে থাকা আমাদের পরিচিত কিছু রাসায়নিকের পারস্পরিক বিক্রিয়া থেকেই শক্তি অর্জন করে। মূলত টিউব ওয়ার্ম এবং বাইভালভ মোলাস্কের সমন্বয়ে গঠিত এই সমৃদ্ধ বাস্ত...