Tuesday, September 30
Shadow

Tag: খাচ্ছে দানব বিজয় নিশান

খাচ্ছে দানব বিজয় নিশান 

কবিতা, সাহিত্য
 মো.আশতাব হোসেন  সোহাগ হলো চাঁদার বলি দেশ চলছে কোন পথে,  থমকে গেছে গণতন্ত্র যে স্বাধীনতা রক্ত রথে।  এই কি ছিলো সবার চাওয়া ঢেলে দিয়ে বুকের রক্ত,  মুক্ত বাতাস শুরুর ক্ষণেই বাঁধা পাচ্ছে আবার শক্ত ?  চব্বিশের শহীদ আত্মা সব  কাদে তারা ওপার গিয়ে এমন চিত্র দেখার জন্য এসেছি কি  রক্ত দিয়ে!  নতুন নতুন দানব এসে খাচ্ছে ছিঁড়ে বিজয় নিশান,  তাদের হিংস্র বাহু ভেঙ্গে  করতে হবে আবার খানখান!...