Tuesday, April 1
Shadow

মার্কিন অটো-শুল্ক বৈশ্বিক প্রবৃদ্ধির জন্য হুমকি: বো’আও ফোরামে বিশেষজ্ঞরা

আমদানি করা যানবাহন ও অটো যন্ত্রাংশের ওপর যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনাকে কড়া সমালোচনা করেছেন বো’আও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এ বিদেশি বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে দিতে পারে।

boao forum

সম্মেলনে শীর্ষ অর্থনীতিবিদ ও ব্যবসায়িক নেতারা যুক্তি দেন—একতরফা বাণিজ্য বাধাগুলো বিশ্বায়নের নীতির বিপরীত এবং এটি সব অর্থনীতির জন্য ক্ষতিকর।

রাশিয়ার একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব ফার ইস্টার্ন স্টাডিজের পরিচালক কিরিল বাবায়েভ বলেন, ‘একতরফা বাণিজ্য সীমাবদ্ধতা বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। এভাবে বিশ্বায়িত অর্থনীতি টিকে থাকতে পারে না। তবে আমি নিশ্চিত, বৃহৎ শক্তিগুলো এক সময় বুঝতে পারবে যে মুক্ত বাণিজ্য সবার জন্য লাভজনক, এবং অপ্রয়োজনীয় নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা উঠে যাবে।’

এই বক্তব্যের প্রতিধ্বনি করে সলিউশনস ফর হিউম্যান প্রগ্রেসের ভাইস চেয়ারম্যান প্যাট্রিসিও কন্তেসে বলেন, ‘আমি মনে করি সঠিক পথ হলো উন্মুক্ত অর্থনীতি ও মুক্ত বাণিজ্য।’

বিশ্ববাজারে বাণিজ্যিক প্রতিবন্ধকতার প্রতি সংবেদনশীলতা বাড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের এই শুল্কের কারণে অটোমোবাইল শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। তারা আশঙ্কা করছেন, এ ধরনের সিদ্ধান্ত সরবরাহ শৃঙ্খলা ব্যাহত করতে পারে এবং পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থার সৃষ্টি করতে পারে।

‘পরিবর্তনশীল বিশ্বে এশিয়া: একত্রিত ভবিষ্যতের পথে’— এই প্রতিপাদ্যে মঙ্গলবার থেকে শুরু হওয়া চার দিনের বো’আও ফোরামে বিশ্বের ৬০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বো’আও শহরে অনুষ্ঠিত এই ফোরামে ৫০টিরও বেশি ইভেন্ট, উপ-ফোরাম এবং দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *