Site icon আজকের কাগজ

ডায়নামিক দুবাইয়ে ভ্রমণ

ডায়নামিক দুবাই

দুবাই এমন এক শহর, যেখানে সবার জন্য কিছু না কিছু রয়েছে। আপনি দম্পতি হিসেবে আসুন, বন্ধুদের দল নিয়ে ঘুরতে আসুন বা পরিবারের সঙ্গে সফরে বের হন—প্রত্যেকের জন্যই এখানে রয়েছে উপযুক্ত ভ্রমণ পরিকল্পনা।

প্রতি বছর দুবাইতে লক্ষ লক্ষ পর্যটক ভিড় করেন ব্যাবসা, ছুটি ও কেনাকাটার জন্য। সুসজ্জিত বিনোদনের সাথে, এটির বিলাসী গন্তব্য হিসেবে এর খ্যাতি আছে। যাই হোক এর মানে এই নয় যে, এর অনেক আকর্ষণ এবং জীবনে অন্তত একবার আনন্দ উপভোগ করার জন্য অনেক টাকা লাগবে। দুবাইয়ে সব কিছু আছে বললে অতিরঞ্জিত হবে না। 

পরিবারের সাথে দুবাইয়ের মজা:

সমুদ্র সৈকতে ঝাঁপিয়ে পড়া তরুণ প্রজন্মের পর্যটকেরজন্য প্রথম অগ্রাধিকার। জেবিআর-এর বালি সকল বয়সের পর্যটকের জন্য নিরাপদ। সমুদ্রের মধ্যে তৈরি করা হয়েছে বিশাল প্রবাহমান ওয়াটার পার্ক। পুরো পরিবার সাঁতার কাটা, স্লাইড করা, লাফানো এবং উপরে চড়তে পারেন এবং নিশ্চিতভাবে মজাদার এই ভবনটির উপর ঝাঁপিয়ে পড়তে পারেন।

আর একটি গুরুত্বপূর্ণ ভ্রমন কাহিনী যখন আপনি আপনার পরিবার সহ দুবাই মোলে যাবেন। যদি আপনি বাচ্চাদের সাথে ভ্রমণ করেন তবে কিডজানিয়া অথবা সেগা রিপাবলিক মিস করা যাবে না।যদিও কিডজেনিয়া একটি শিশুসুলভ বিশ্ব যেখানে ছোট অতিথিরা৮০ টিরও বেশি ক্যারিয়ারে তাদের হাত ব্যবহার করতে পারবে।সেগা রিপাবলিকরোমাঞ্চকরদের জন্য জায়গা।

নব দম্পতিদের জন্য এক আকর্ষণ:

অনেক দম্পতিই বিশ্রাম ও মানসিক প্রশান্তির জন্য দুবাই সফর করে থাকেন। যদি আপনারাও এমন পরিকল্পনা করে থাকেন, তবে বিমান থেকে নেমেই সোজা চলে যান সমুদ্রসৈকতে, সূর্যস্নান করুন ও প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরুন। দুবাইয়ের অনেক রিসোর্টেই অতিথিদের জন্য ব্যক্তিগত সমুদ্রসৈকতের ব্যবস্থা রয়েছে। এরপর যেতে পারেন স্পা সেশনে, যা আপনাকে একেবারে ছুটির মেজাজে নিয়ে যাবে। অনেক রিসোর্ট স্পা-তেই দম্পতিদের জন্য ব্যক্তিগত রুমের ব্যবস্থা থাকে।

পরদিন যারা রোমাঞ্চপ্রেমী, তারা হট এয়ার বেলুনে চড়ে দেখতে পারেন দুবাইয়ের সুবর্ণ মরুভূমি। ‘বেলুন এডভেঞ্চার’ হোটেল থেকেই আপনাকে নিয়ে যাবে খুব ভোরে। আমরা সূর্যোদয় দেখার জন্য একটু আগে বের হওয়ার পরামর্শ দিচ্ছি। এরপর দুপুরের খাবার খেতে চলে যান বিশ্বের সবচেয়ে উঁচু রেস্তোরাঁ এটোমসফেয়ারে, যা অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা-তে।

আপনার ভালোবাসার মানুষকে উপহার দিতে পারেন ঝলমলে হীরা বা অনন্য গহনা। দুবাই হল বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ বাজার – এখানে অনেক কম দামে সোনা বা গহনা পাওয়া যায়। যেতে পারেন পুরনো গোল্ড সুক (দেইরা) বা আধুনিক গোল্ড অ্যান্ড ডায়মন্ড পার্ক – আল কুজে।

ভিনটেজ অভিজ্ঞতা পেতে চলে যান আল ফাহিদি হিস্টরিকাল নেবারহুডে। এখানে রয়েছে ঐতিহ্যবাহী বাতাসের টাওয়ারযুক্ত বাড়ি, আর্ট গ্যালারি এবং শান্ত পরিবেশে কোর্টইয়ার্ড ক্যাফে। এখান থেকে হেঁটে চলে যেতে পারেন প্রাচীন আরব বাজার বা ‘সুক’-এ, যেখানে নানা রঙের সিল্ক আর কাপড় নিয়ে দরদাম করে কেনাকাটা করার অভিজ্ঞতা নিতে পারবেন।

বন্ধুদের সঙ্গে রোমাঞ্চকর ট্যুর:

দুবাই হলো বিশ্বের শীর্ষ এক্সট্রিম স্পোর্টস গন্তব্যগুলোর একটি। দিন শুরু করতে পারেন আকাশ থেকে ঝাঁপ দিয়ে! স্কাই ড্রাইভ দুবাইতে গিয়ে ১৩,০০০ ফুট উচ্চতা থেকে পাম জুমেইরা-এর উপর দিয়ে ঝাঁপ দিন। আগের অভিজ্ঞতা না থাকলেও চিন্তার কিছু নেই, প্রশিক্ষকরা পুরোটা সময় সঙ্গে থাকবেন।

যদি গাড়ির প্রতি আগ্রহ থাকে এবং নিজের ড্রাইভিং দক্ষতা যাচাই করতে চান, তাহলে Dubai Autodrome-এ চলে যান। এখানে আপনি Audi R8 V10 বা বিশেষভাবে প্রস্তুতকৃত এক আসনের গাড়ি চালাতে পারবেন। আরেকটি রোমাঞ্চকর খেলা হলো ওয়েকবোর্ডিংওয়েকসার্ফিংXtreme Wake-এর টিম আপনাকে শেখাবে এবং জলে দৌড়ানোর দারুণ অভিজ্ঞতা দেবে।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শহরের পরিবেশ হয়ে ওঠে শান্ত, আর এটাই মরুভূমিতে অ্যাডভেঞ্চারে যাওয়ার আদর্শ সময়। হেলমেট পরে একটি কুইড বাইক বা ডিউন বাগি নিয়ে উঁচুনিচু বালিয়াড়ি পেরিয়ে ছুটে চলুন। রাতে বড় স্ক্রিনে খেলাধুলার ম্যাচ দেখতে চাইলে চলে যান Barasti (Le Méridien Mina Seyahi) বা McGettigan’s (JLT)-এ।

ইতিহাসপ্রেমীদের জন্য ঐতিহাসিক দুবাই:  

যারা দুবাইয়ের সংস্কৃতি ও ইতিহাস জানতে চান, তাদের যাত্রা শুরু হোক Al Fahidi Historical Neighbourhood থেকে। এখানেই ১৮৫০-এর দশকে দুবাইয়ের প্রথম ধনী ব্যবসায়ীরা বাস করতেন। তাদের বাড়িগুলোতে রয়েছে সুন্দর বাতাস চলাচলের জন্য তৈরি টাওয়ার। সরু গলি ও উঠানে হাঁটলে নিজেই বুঝতে পারবেন এই এলাকার গুরুত্ব।

এরপর হেঁটে যান Shindagha Creek বরাবর, আর দেখে নিন Sheikh Saeed Al Maktoum’s House, যেটা বর্তমান শাসকের দাদার বাড়ি। দেখুন তিনি যেখানে খেলতেন সেই উঠান আর পুরনো দিনের সাদাকালো ছবি।

এরপর চলে যান পাশে থাকা Heritage and Diving Village মিউজিয়ামে, যেখানে দুবাইয়ের অতীত জীবনের ঝলক পাবেন।

সময় থাকলে ঘুরে আসুন দুবাইয়ের পুরনো বাজারগুলো – যেগুলোতে প্রায় ১৫০ বছর ধরে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন। প্রথমে যান বুর দুবাইয়ের টেক্সটাইল সুক-এ, তারপর কাঠের তৈরি ঐতিহ্যবাহী আবরা নৌকায় করে পার হন Deira-তে। এখানে পাবেন Spice Souq-এর মনভোলানো মসলার গন্ধ আর Gold Souq-এর চোখ ধাঁধানো সোনার গয়না।

Exit mobile version