Site icon আজকের কাগজ

ঝরা ফুল 

হানিফ সরকার শান্ত

হানিফ সরকার শান্ত, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ 

অকালে ঝরে গেল কিছু ফুল।

কি ছিল তাদের ভুল.?

কিছুক্ষণ পর হবে কলেজ ছুটি

মনে ছিলো আনন্দের খুনসুটি৷।

আকাশ বেয়ে বিমান

বজ্রপাত।

নিষ্পাপ কিছু প্রাণ নিপাত।

চারদিকে হা হা কার

বাঁচার আর্তনাদ

মৃত্যুর চিৎকার।

আকাশ বাতাস কেঁপে 

বেরিয়ে এলো লাশ সারি সারি।ছেলে মেয়ে হারা 

বাবা মায়ের আহাজারি 

আকাশ বাতাস হয়ে উঠে ভারী।

ভেঙে গেল কত স্বপ্নের মগ্ন মন।

এমন নজিরবিহীন ঘটনা দেখে নি দেশ।

এই ঘটনায় শোকে কাতর গোটা বাংলাদেশ।

রইল হৃদয়ে রক্তাক্ত এক রেখা অশেষ।

Exit mobile version